Total Pageviews

Monday, November 28, 2016

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার্থে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ এর মাধ্যমে এগিয়ে আসা উচিত।

সাধারন মানুষের অর্জিত ও গচ্ছিত সম্পদ হচ্ছে তাদের ঘর। তাদের নেই কোন ব্যাংক ব্যালেন্স। ঘরের মধ্যেই তাদের সুখ,দুঃখ,হাসি,কান্না সকল কিছুই নিহীত। আর এই ঘরই যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে এরা যাবে কোথায়? রোহিঙ্গারা যেমন ঠেঁলা গুতো খেয়ে বাংলাদেশে আসছে,ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা হতাশ হয়ে ইন্ডিয়া যাচ্ছে। দেশে দেশে মানবিকতার এত অবক্ষয় কেন? জাতিসংঘ ইচ্ছা করলে এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। জাতিসংঘ যদি এমন একটা আইন করে যে-যে দেশেই সাম্প্রদায়িক হামলা হবে সেই দেশে জাতিসংঘের সদস্য প্রত্যেকটি রাষ্ট্র অর্থনৈতিক অবরোধ করতে বাধ্য থাকবে। এরকম যদি করা যায় একমাসের মধ্যে সব টাইট হয়ে যাবে। সাগরে যেমন সকল ধরনের প্রাণী বসবাস করে সেখানকার ব্যালান্স ঠিক রাখে,তেমনি সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস না করলে একটি দেশের ব্যালান্স ঠিক রাখা সম্ভব হয় না। তাই এই সমস্যার সমাধানের জন্য জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ এর মাধ্যমে এগিয়ে আসা উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেমন ঝড় হয় তেমনি পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সত্যিই এরকম যুগান্তকারী কিছু করা দরকার।
#‌লি‌খে‌ছেন~প‌বিত্র ঘোষ।

No comments:

Post a Comment