Total Pageviews

Friday, December 2, 2016

আপনি জানেন কি রাধাকৃষ্ণের প্রেমলীলা প্রকৃৃতপক্ষে কেমন ছিল?

চিত্রঃ রাধা ও কৃষ্ণের তথাকথিত প্রেম লীলা।

রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। শ্রীকৃষ্ণকে নিয়ে একেক জন একেক রকম মন্তব্য করে থাকেন। কেউ বলেন তার ষোল শত স্ত্রী আবার কেউ বলেন লুকিয়ে লুকিয়ে মেয়েদের শাড়ি কাপড় চুরি করা ও তাদের স্নান দেখা ছাড়া আর কোন কাজই ছিল না তার। এছাড়া সে অন্যের স্ত্রীর সাথে পরকীয়ায়ও জড়িত ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে এগুলো কি প্রকৃত ঘটনা? না এগুলোর আসলে কোনটিরই বাস্তব ভিত্তি নেই। আমরা কেউই সঠিক বিষয়টা জানি না বা জানার চেষ্টাও করি না। একেকজন লেখক শ্রীকৃষ্ণের লীলাকে একেক ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন শুধুমাত্র সস্তা খ্যাতি পাওয়ার জন্য। যেমন অনেক লেখক তাদের গ্রন্থে শ্রীকৃষ্ণকে লম্পট বলে আখ্যায়িত করেছেন, এটা অবশ্য তাদের জ্ঞানের সীমাবদ্ধতা সুতরাং তারা এটা বলতে পারেন। এছাড়া তারা সাহিত্যিক আর আমরা জানি সাহিত্যের কোন ধর্ম নেই। সাহিত্য এগিয়ে চলে তার নিজস্ব গতিতে। প্রবাদে আছে গল্পে গরু গাছে ওঠে। আর গল্পে যদি গরু গাছে ওঠে তাহলে একজন গল্পকারের কাছে শ্রীকৃষ্ণ লম্পট ও নারীলোভীও হতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্মের ক্ষেত্রে এগুলো সঠিক নয়। ধর্মীয় দৃষ্টিতে রাধার সাথে কৃষ্ণের সম্পর্ক হল ভক্ত ও ভগবানের সম্পর্ক, জীব আত্মার সাথে পরমাত্মার মিলনের সম্পর্ক অর্থাৎ জীব সবসমyয় চায় পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের সাথে মিলিত হতে কিন্তু নানা সীমাবদ্ধতার কারনে জীব সেটা পারে না। আর এই সীমাবদ্ধতা হল ভক্তি ও প্রেমের অভাব। হৃদয়ে ভক্তি ও প্রেম জাগ্রত করতে হলে চোখের জলের প্রয়োজন হয়,কোন কিছু পাওয়ার জন্য ব্যকুল হতে হয়। রাধার এই ব্যকুলতা হচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য তার হৃদয়ে সৃষ্ট ব্যকুলতা যেটাকে আমরা তথাকথিত প্রেম বলে চালিয়ে দিচ্ছি।
#‌লি‌খে‌ছেন~প‌বিত্র ঘোষ।

2 comments:

  1. বিস্তারিত বলুন

    ReplyDelete
  2. রাধা কৃষ্ণের প্রেম সঠিকভাবে বিস্তারিত জানার কোন রেফারেন্স দিলে অনেক খুশি হবো।

    ReplyDelete