Total Pageviews

Tuesday, December 13, 2016

ট্রাম্প তার উত্তরসূরির কাছ থেকে ক্ষমতা ঠিকমত বুঝে নিতে পারবেন কি?

চিত্রঃ একই ঘোড়ায় ডোনাল্ট ট্রাম্প ও পুতিন।

ডোনাল্ট ট্রাম্প আমাদের খালাতো ভাইও না আবার মামাতো ভাই না, কিন্তু বিশ্ব রাজনীতিতে আমেরিকার একচ্ছত্র আধিপত্তের কারনে ডোনাল্ট ট্রাম্প অবশ্যই আমাদের মাথা ব্যাথার কারন। ডোনাল্ট ট্রাম্প প্রশাসনের অধীনে ভূরাজনীতির প্রেক্ষাপটই বদলে যেতে পারে। নির্বাচনে জয়লাভের জন্য তিনি বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন এবং পরিশেষে সকল সমালোচকের মুখে একরাশ চুনকালি লেপন করে নির্বাচনে কাঙ্খিত বিজয় অর্জন করতে সক্ষম হন। অবশ্য এখন দেখা যাচ্ছে তিনি তার বিতর্কিত স্টাইল থেকে সরে এসে অনেকটাই নমনীয় আচারন করছেন। এ থেকেই অতি সহজে বোঝা যায় তিনি রহস্যের বেড়াজালে ঘেরা একটা অতিকায়  হস্তি স্বরূপ। এই রহস্যময়তার অন্তরালে তিনি আসলে কিরূপ মূর্তি ধারন করতে চলেছেন সেটা একমাত্র বিধাতা এবং স্বয়ং তিনিই জানেন বৈকি। কারন কামার যা গড়ে সেটি কিন্তু মনে মনেই গড়ে। ডোনাল্ট ট্রাম্পের সমালোচকরা অবশ্য তাদের সমালোচনা থেকে এখনও বিন্দু মাত্র বেরিয়ে আসতে পারেনি। সমালোচকরা তো সমালোচনা করবেই এটাই স্বাভাবিক। অনেকে এও বলছেন ট্রাম্প তার উত্তরসূরির কাছ থেকে ক্ষমতা ঠিকমত বুঝে নিতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য একটি চমৎকার মন্তব্য করেছেন। তিনি বলেছেন ট্রাম্প একজন ব্যাবসায়ী মানুষ এবং তিনি এক্ষেত্রে যথেষ্ট সফল সুতারাং তিনি খুব তাড়াতাড়িই সবকিছু বুঝে নিতে সক্ষম হবেন। এ ব্যাপারে কিন্তু আমি পুরোপুরি একমত;আপনারা কি বলেন?
#‌লি‌খে‌ছেন~প‌বিত্র ঘোষ।

No comments:

Post a Comment