![]() |
চিত্রঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমদী উত্তেজিত অবস্থায় নওয়াজ শরীফের সাথে। |
ভারত
একটি পরমানু শক্তিধর দেশ। একইভাবে পাকিস্তানও। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের
উরি সীমান্তে পাকিস্তানি জঙ্গীগোষ্ঠীর ভারতীয় সেনাবাহিনীর উপর গুপ্ত হামলা নিয়ে
দুই শিবিরেরে মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই একে অন্যকে বেশ হুমকি
ধামকি দিচ্ছে। তবে ভারত কি আসলেই পাকিস্থানকে উচিত শিক্ষা দিতে হামলা চালাবে? আমার
কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। এক্ষেত্রে তারা নিশ্চয় তাদের বৃহৎ স্বার্থের কথা
আগে বিবেচনা করবে। কারন জনসংখ্যার দিক থেকে ভারত প্রায় ১৩০ কোটি আর পাকিস্তান
মাত্র ১৭ কোটি যা আনুপাতিক হারে ভারতের
তুলনায় অনেক কম । তাই ভারত-পাকিস্তান যুদ্ধ হলে মৃতের হার পাকিস্তানের চেয়ে
ভারতেরই বেশি হবে। তবে এটা ঠিক যে ভারতের কাছে পাকিস্তান আসলে কিছুই না। এক
পারমানবিক অস্ত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে পাকিস্তান ভারতের কাছে আসলেই জিরো।
এমনিতেই দেশটি এশিয়ার মধ্যে সন্ত্রাসী জন্মদানে শীর্ষে অবস্থান করছে। একারনে
পশ্চিমা দেশসহ অন্যান্যরা পাকিস্তানের উপর বেশ ক্ষ্যাপা বৈকি। এই সুযোগটা অবশ্যই
ভারত কাজে লাগাবে কারন তারা পাকিস্তানের মত অতটা মাথা মোটা বলে আমার মনে হয় না। তারা
ভালভাবেই জানে যুদ্ধ কখনও সঠিক সমাধান হতে পারে না। কারন এতে লাভের থেকে ক্ষতির
ভাগটাই বেশি হয়। ভারত যদি পাকিস্তান আক্রমন করে তবে যে চাপটি এখন পাকিস্তানের উপর
সেই চাপটি তখন তাদের নিজেদের উপর এসেই বর্তাবে। তাই ক্রমবর্ধমান এই অর্থনীতির
দেশটি এখনই যুদ্ধের মত ভূল সিদ্ধান্ত হয়তো নেবে না। তবে এক্ষেত্রে ভারতের উচিত হবে
তাদের কুটনৈতিক তৎপরতাকে আরও বেশি সমৃদ্ধশালী করে পাকিস্তানকে চরম বিপর্যয়ের দিকে
ঠেলে দেওয়া। বিশ্ব থেকে তাদেরকে আলাদা করে দেওয়া। সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। পাকিস্তানের
কাছে জীবনের কোন মূল্য না থাকলেও ভারতের কাছে প্রত্যেকটি জীবনই অত্যন্ত মূল্যবান।
তাই এখনই যুদ্ধ বা সংঘাত এর মত ঘটনাকে ভারত অবশ্যই এড়িয়ে যাবে।