Total Pageviews

80,988

Thursday, September 1, 2016

দেখ বাঙালী কত নিকৃষ্ট !

বাঙালী একটা নিকৃষ্ট জাতি তার প্রমান এরা বারবার দিয়ে চলছে। কত কমিক জানেরে এরা! আজকে যেমন পত্রিকায় দেখলাম ছাত্রলীগের এক ছাগী পলি না কি যেন নাম তার সে নাকি তার বিয়ের গায়ে হলুদের আসর কলেজ ক্যাম্পাসে বেস জাকজমক ভাবে আয়োজন করেছে আর এসব জেনেও কলেজ কতৃপক্ষের কিছু ছাগু নিরব ভূমিকা পালন করছে। এইসব আনাংলা ছাগুদের না মেরে ভাত থাওয়া যায়? আবার আরেক যায়গায় দেখলাম একদল পাঠা এক নিরীহ শিশু শ্রমিকের পায়ুপথে পাম্পার দিয়ে বাতাস ঢুঁকিয়ে তাকে নির্দয়ভাবে হত্যা করেছে। কি অসভ্য বর্বর জাতি এরা! মানুষ হত্যার কি অভিনব পন্থা! এদের খুন করার স্টাইল দেখলে হিটলারও লজ্বা পেতে বাধ্য। এই পাঠাদের হাতের কাছে পেলে সত্যি সত্যি মা কালির সামনে বলি দিয়ে রক্তস্মান করতাম। সালা বেজম্মার পো!

No comments:

Post a Comment