আমি বেশি কিছু লিখি না
কারন এক শ্রেনীর অসভ্য বর্বর জানোয়ারদের কাছে আমি একজন সংখ্যালঘু বা মালু বলে বিবেচিত।
এই অসমীচীন উক্তি মূধুমাত্র ঐ অসভ্য জানোযার গুলোর
মুখেই মানায় কারন তারা যুগযুগ ধরে এগুলোকে ধারন করছে তাদের প্রিয় উত্তরসূরীদের কাছ
থেকে। এদেশে সাম্প্রদায়িক হামলা নতুন কিছু নয় এটি পূর্বেও ছিল এখনও বিদ্যুতের মত চলমান।
কালের পরিক্রমায় এরা বাঙালী থেকে মেীলবাদী মুসলিম হয়েছে বটে কিন্তু মানুষ নয়। নাসিরনগরে
পুনঃ পুন হামলা থেকে এটি স্পষ্ট প্রতিয়মান। এরা আরেকবার প্রমান করল এরা এদেশের মানুষ
নয় মাটি চায়। বাংলাদেশের হিন্দুরা এদেশের কাছে আসলে কিছুই চায় না শুধু একটু শান্তি ছাড়া আর এই শান্তিটুকুর দায়িত্ব যদি
এদেশের রাজনৈতিক নেতারা না নেই তাহলে বাংলাদেশের হিন্দুদের উচিত হবে হাতে অস্ত্র তুলে
নেওয়া কারন এদেশের মাটি মৌলবাদীদের বাপের সম্পত্বি নয়। এটা মৌলবাদীদের যেমন মাতৃভূমি
তেমনি হিন্দুদেরও। হিন্দুদের উপর হামলা করে কি আপনারা তাদের বিশ্বাস নষ্ট করতে পেরেছেন?
আমার মনে হয় না । এতে বরঞ্চ হিন্দুদের ধর্মের প্রতি বিশ্বাস আরও দৃড় হয়েছে এবং তারা
বুঝতে পেরেছে এদেশের কাপুরুষরা হিন্দুদের কখনও ভাল চায় না। এতে বিচ্ছিন্ন হিন্দুরা
পুনরায় সংগঠিত এবং সংঘব্ধ হচ্ছে। আর আপনাদের ধর্মের প্রতি বাড়ছে তাদের
সীমাহীন ঘৃনা। এ লজ্বা লুকাবে কোথায় কাপুরুষ?
![]() |
চিত্রঃ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভয়াবহ চিত্র। |
No comments:
Post a Comment