![]() |
চিত্রঃ রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে একদল বিক্ষুব্ধ জনতা। |
আমি একজন মালু,একজন হিন্দু,একজন সংখ্যালঘু,সর্বোপরি একজন মানুষ। তাই একজন সংখ্যালঘু হিসেবে আরেকজন সংখ্যালঘুর উপর অত্যাচার দেখলে হৃদয় কেঁপে ওঠে। সংখ্যালঘু যেদেশেরই হোক না কেন তার একটাই পরিচয় সে সংখ্যালঘু,সে গুরুদের দ্বারা অত্যাচারিত। তাই আমি রোহিঙ্গাদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘৃন্য অমানবিক অত্যাচার বন্ধ করা হোক। ধর্মের বেড়াজালে নিজেকে বন্দী না রেখে মানবতার দৌড়ে চাম্পিয়ান হোন। বেহেশতের সুখ এখানেই পাবেন। যদিও এদেশের বড় চাচারা আমাদের এতটাই জামাই আদর করেছেন যে ভেবেছিলাম কিছু লিখব না বা প্রতিবাদ করব না কিন্তু অবশেষে এই ভয়াবহ মানবিক বিপর্যয় আমার আত্মমানবতাকে বিষ্ফোরিত করেছে। তাই আর বসে থাকতে পারলাম না।
No comments:
Post a Comment