Total Pageviews

Saturday, October 1, 2016

মুসলিম বিশ্বের হুমকি আসলে কে?

চিত্রঃ ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন মুখোমুখি।

মুসলিম বিশ্বের জন্য হুমকি আসলে ডোনাল্ট ট্রাম্প নাকি হিলারি ক্লিনটন? সম্প্রতি ট্রাম্প এক সমাবেশে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গী সংগঠন আই এস এর প্রতিষ্ঠাতা এবং হিলারি ক্লিনটনকে এর সহপ্রতিষ্ঠাতা বলে যে অভিযোগ তুলেছেন তা বিতর্কিত হলেও একেবারে ভিত্তিহীন বলে কিন্তু আমার মনে হচ্ছে না। তারা আই এস এর প্রতিষ্ঠাতা না হলেও আই এস এর জন্ম দেওয়ার পেছনে এই দুজনের কিছুটা হলেও ভূমিকা রয়েছে বলে মনে হয় কারন উইকিলিকস্ অতি সম্প্রতি যে নথি প্রকাশ করেছে তাতে আই এস এর কাছে হিলারি ক্লিনটনের অস্ত্র বিক্রির স্পষ্ট প্রমান মিলেছে। সুতরাং এতে বোঝা যায় যে এরা যুগ যুগ ধরে সন্ত্রাসী গোষ্ঠীর লালন করছে শুধুমাত্র এদের স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। ডোনাল্ট ট্রাম্প একজন ব্যাবসায়ী মানুষ। রাজনীতির মাঠ সম্পর্কে সে তেমন অবগত নয় তাই তাদের(আমেরিকার) এই সহজ রাজনীতি সে বুঝতে পারছে না বলেই হয়তো তারা তাকে(ট্রাম্পকে) সমর্থন করতে পারছে না। কারন এরা হয়তো ভাবছে- যে ব্যক্তি এই রকম একটি সামান্য রাজনীতি সম্পর্কে অবগত নয় সে কিভাবে সমগ্র পৃথিবীর নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে? সুতরাং এটা বলা বাহুল্য নয় যে ট্রাম্প যদি বুনো ওল হয় তাহলে হিলারি হচ্ছে বাঘা তেঁতুল! একারনে আমি ব্যক্তিগতভাবে হিলারিকে সমর্থন করব না কারন সে হচ্ছে Co অর্থাৎ Carbon monoxaide এর মত নিরব ঘাতক

No comments:

Post a Comment