Total Pageviews

Thursday, June 30, 2016

যুদ্ধ বা জিহাদ নয়,শান্তিই মুক্তির একমাত্র মোক্ষম উপায়।

সাম্প্রদায়িক শক্তি সে যে দেশেরই হোক না কেন তা সেই দেশ এবং জাতির জন্য হুমকিস্বরূপ। গতকাল এক ভারতীয় সুন্দরী তরুনীর সাথে বেশ কিছু সময় বাংলাদেশ বিষয়ক কিছু প্রসঙ্গ নিয়ে তর্ক হলো। দেখলাম সেখানে সে বাংলাদেশকে একটা নিকৃষ্ট দেশ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালাল। সে এটা বলল যে বাংলাদেশ একটি চরম সাম্প্রদায়িক এবং কাঙ্গাল দেশ। গুগলে কাঙ্গাল দেশ লিখে সার্চ দিলে নাকি বাংলাদেশের নাম সবার উপরে পাওয়া যাবে। আমিও যথারীতি সার্চ দিয়ে দেখলাম কিন্তু কোথাও বাংলাদেশের নাম তো পেলাম না। সে বাংলাদেশের শিক্ষার মান নিয়েও যাচ্ছেতাই প্রশ্ন তুলল। আমি বুঝলাম না সে ভারতে বসে কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এহেন কুরূচিপূর্ণ মন্তব্য করতে পারে। যা হোক পরে জানতে পারলাম তাঁর পূর্বপুরুষরাও নাকি ঐ সব দেশত্যাগী কাপুরুষদের একজন ছিল। সে মুসলিমদেরকে ইচ্ছামত ধবল ধোলায় করল এবং ইসলাম ধর্ম নিয়েও নানা প্রশ্ন তুলল। আমি তাকে নিয়ন্ত্রন করার চেষ্টা করলাম কিন্তু তাতেও কোন কাজ হলো না। উল্টো আমাকেও গরু ছাগল বলে গালাগালি করতে লাগল। এই হচ্ছে অবস্থা। এর জন্য দায়ী আসলে কারা? এর পুরো দায় এদেশের সাম্প্রদায়িক শক্তির উপর বর্তায়, কারন এদের অত্যাচরের কারনেই একসময় এরা দেশ ত্যাগ করেছিল এবং এখন ঐ দেশে গিয়ে সে দেশের মুসলিমদের তারা ধবল ধোঁলায় করছে। তাই বলব যুদ্ধ বা জিহাদ নয়,শান্তিই মুক্তির একমাত্র মোক্ষম উপায়।

No comments:

Post a Comment