Total Pageviews

Tuesday, July 17, 2018

পৌরাণিক কৃষ্ণের দিব্য জলকেলি প্রেম প্রসঙ্গ।

পট্রবস্ত্র অলঙ্কারে, সমর্পিয়া সখী করে-
সুক্ষ্ম-শুক্লবস্ত্র পরিধান।
কৃষ্ণ লঞা কান্তাগণ, কৈলা জলাবগাহন, জলকেলি রচিলা সুঠাম।।৮০.
সহস্র করজলসেকে, সহস্র নেত্রে গোপী দেখে,
সহস্রপদে নিকট গমনে।
সহস্র মুখ চুম্বনে,সহস্র বপু সঙ্গমে।
গোপী নর্ম শুনে সহস্র কানে।। ৮৫
কৃষ্ণ রাধা লঞা বলে, গেলা কণ্ঠদঘ্ন-জলে,
ছাড়িলা তাঁহা, যাঁহা অগাত পানী।
তিহো কৃষ্ণকন্ঠ ধরি, ভাসে জলের উপরি।
গজোৎখাতে যৈছে কমলিনী।।৮৬
যত গোপ সুন্দরী,কৃষ্ণ তত রূপ ধরি,
সবার বস্ত্র করিলা হরণে।
যমুন জল নির্মল,অঙ্গ করে ঝলমল
সুখে কৃষ্ণ করে দরশনে।।৮৭
অর্থাৎ- গোপীগণ পাট বস্ত্র ও অলঙ্কার তাঁদের দাসীগণের কাছে দিয়ে সরু পাতলা সাদা কাপড় পরিধান করে কৃষ্ণকে নিয়ে জলে নামলেন এবং জলকেলি করতে লাগলেন। একপর্যায়ে জলকেলি করতে করতে কৃৃষ্ণ গোপীগণের মুখ চুম্বন ও তাঁদের সাথে সঙ্গম করলেন। অতপর কৃষ্ণ রাধাকে নিয়ে কন্ঠ পরিমাণ জলে নামলেন অগাধ জল ছেড়ে। যত গোপসুন্দরী ছিল কৃষ্ণ ততগুলো রূপ ধরে সবার বস্ত্র হরণ করলেন অর্থাৎ রাধাসহ গোপীগণ তখন বস্ত্রহীন। যমুনা জল ছিল নির্মল অর্থাৎ পরিষ্কার ও স্বচ্ছ, আর সেই জলে গোপীদের অঙ্গগুলো ঝলমল করে দেখা যাচ্ছিল জলের উপর থেকে। আর কৃষ্ণ গোপীদের সেই অঙ্গগুলো সুখে দর্শন করছিলো।
(চৈতন্যচরিতামৃত অন্তলীলা ১৮/৮০/৮৫/৮৬/৮৭)
→আমরা যে রাধাকৃষ্ণের প্রেমকে দিব্য বলে থাকি এই কি দিব্য প্রেমের রহস্য?
→রাধাকে কৃষ্ণের সাথে জড়িয়ে কত বাজে ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে উপস্থাপন করেছি লোক সম্মুখে একবার ভে‌বে‌ছেন?
→রাধা ও গোপীদের সাথে শ্রীকৃষ্ণ সবকিছুই করলেন কিন্তু বিয়ে ও সংসার করলেন অন্যদের সাথে ঠিক বর্তমানের ধূর্ত প্রেমিক পুরুষদের মতো। এবার ভাবুন এখানে শ্রীকৃষ্ণের চরিত্রকে কতটাই কলঙ্কিত করা হয়েছে।
→রাধাকৃষ্ণের এই প্রেম আর বর্তমান প্রেমিক-প্রেমিকার প্রেমের মধ্যে কোন পার্থক্য দেখতে পাচ্ছেন কি?
সর্বত্রই শুধু কামের অমৃতরস আস্বাদন
★বুদ্ধিমান পাঠকগণ স্বয়ং বিবেচনা করুন★
#‌লি‌খে‌ছেন~রাজন আর্য।

No comments:

Post a Comment