Total Pageviews

Wednesday, May 25, 2016

সংখ্যালঘু নির্যাতন আমাদের লজ্বা।

প্রাগ-ঐতিহাসিক কাল থেকেই বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত আমরা। আজ জাতি এক নিদারূন ক্রান্তিকাল অতিক্রমরত। খুন,ধর্ষণ,রাহাজানি,সংখ্যালঘু নির্যাতন এসবই যেন এক নিত্যনৈমত্তিক ঘটনা। তবে এক্ষেত্রে মূখ্য বিষয় হল সংখ্যালঘু নির্যাতন। সবকিছু মোটামুটি রোধ করা গেলেও কোন সরকারের পক্ষেই এটা আর খুব বেশি রোধ করা সম্ভব হয়ে ওঠে না। আমরা সংখ্যালঘুরাই সবথেকে বেশি দেশপ্রেমিক এবং ধর্মীয় সহনশীল বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। একারনেই হয়তো এত অমানবিক অত্যাচার মেনে নিয়েও এদেশের মাটি কামড়ে আমরা আজও একটা স্বর্ণালী দিনের অপেক্ষায় প্রহর গুনছি। আমরা একসময় ৪৬ শতাংশ ছিলাম,সেখান থেকে আছি আর মাত্র ৬ শতাংশ। আমরা এই ৬ শতাংশ এদেশের কাছে খুব বেশী কিছু চায় না শুধু একটু শান্তি ছাড়া। আজ অনেক দেরিতে হলেও একটা বিচার সম্পন্ন হল কিন্তু এই বিচারে খুব বেশি খুশি হতে পারছি না পুরনো দিনগুলোর কথা ভেবে। এক নিজামীর ফাঁসি হয়তো হয়েছে কিন্তু সাথে সাথে শত শত সংখ্যালঘুর কপাল পুড়েছে। পত্রিকা খুললেই হয়ত দেখতে পাব অমুক পাড়ায় নিজামীর ফাঁসিকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা। এ লজ্বা কার? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রইল।

No comments:

Post a Comment