কোন হিন্দু ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ায় না। এটা তাদেরকে হেনস্হা করার একটা হীন তরিক। বাংলাদেশে ১৩.৫ কোটি মুসলিম বাস করে আর ভারতে আছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ১৭.৫ কোটি। কখনও কি কেউ শুনেছে ভারত থেকে একটি মুসলিম অত্যাচারিত হয়ে পাকিস্তান কিংবা বাংলাদেশে এসেছে? এমন নজির কিন্তু নেই কারন হিন্দুরা একটি ধর্মীয় সহনশীল জাতি। শিক্ষক শ্যামল কান্তি বাবুকে নিয়ে কিছু বলতে গেলে বলতে হয় তিনি কেবল তীব্র সাম্প্রদায়িকতার শিকার। কারন ঐ স্কুলের ইসলাম শিক্ষার শিক্ষক স্বয়ং বলেছেন তিনি এত বছর ঐ স্কুলে চাকরি করছেন,তাকে তিনি ভালভাবে চেনেন, তিনি ধর্ম নিয়ে কোন কটুক্তি করতে পারেন না। যে ছাত্রকে তিনি প্রহার করেছেন সেও ব্যাপারটা নিয়ে তেমন কিছু বলতে পারেনি। এছাড়াও সাংবাদিকরা বলছেন, এলাকাবাসির কাছ থেকেও ঐ অভিযোগের কোন সত্যতা মেলেনি। তবে কেন এই হীন প্রয়াস? এভাবে চলতে থাকলে আমরা সংখ্যালঘুরা কোথায় যাব? এই অনাচার তোমরা বন্ধ কর। এটা তোমাদের যেমন জন্মভূমি তেমনি আমাদেরও। এদেশের মাটির অধিকার যেমন তোমাদের তেমনি আমাদেরও। আজ মিয়ানমারে যারা সংখ্যালঘু তারা বাংলাদেশে সংখ্যাগুরু। যারা এদেশে লঘু তারা সীমানা পেরোলেই গুরু। এই লঘু গুরু কখনই শান্তি এনে দিতে পারবে না। মানুষকে ধর্ম দিয়ে নয় মানবিক দিক দিয়ে বিচার করতে হবে। তাহলেই কেবল দেশ ধর্ম জাতি সব টিকে থাকবে। তা না হলে সব বিলুপ্ত হবে। তোমরা, আমি, আমরা সবাই। আশা করি তোমাদের শুভবুদ্ধির উদয় হবে।
No comments:
Post a Comment