Total Pageviews

Tuesday, November 15, 2016

নাস্তিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হিন্দু ধর্মে বিশ্বাসী!

নাস্তিকরা প্রায়ই একটা কথা বলে থাকেন সেটা হল তারা কোন ধর্মে বিশ্বাসী নন। একটা মানুষ তখনই নিজেকে নাস্তিক বলে অভিহিত করেন যখন তিনি তার নিজ ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলেন আর নিজ ধর্মের প্রতি তখনই একজন ব্যক্তি অনির্ভরশীল হয়ে পড়েন যখন তিনি সেটার মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি খুঁজে পান। তাহলে নাস্তিকরা কিসে বিশ্বাসী? তারা তো কিছু না কিছুতে বিশ্বাসী। হ্যাঁ তারা আসলে মানব ধর্মে বিশ্বাসী। একজন মানুষ যখন মানব ধর্ম পালন করবেন অর্থাৎ মানুষ তথা জীব জগতের জন্য কল্যাণকর হবেন তখন তিনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হিন্দু তথা সনাতন ধর্মকেই সমর্থন করছেন কারন হিন্দু ধর্মেই আছে-”জীবে প্রেম করে যেই জন সেই জন সেঁবিছে ঈশ্বর” অর্থাৎ জীব সেবা মানে ঈশ্বরকে সেবা করা। এছাড়া বেদে ভগবান বলেছেন সকল জীবের মধ্যেই ঈশ্বর নিহীত তাই আমি পৃথিবীর সকল নাস্তিকদের বলব আপনারা নিজেদেরকে নাস্তিক মনে না করে হিন্দু ধর্মের একজন একান্ত অনুসারী মনে করতে পারেন।
 
চিত্রঃ হিন্দু ধর্মের প্রধান প্রতিকৃতি।

No comments:

Post a Comment