Total Pageviews

Saturday, November 19, 2016

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী,রেখেছ বাঙালি করে মানুষ করনি!

চিত্রঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

মানুষ উচ্চ শিক্ষা গ্রহন করে মানুষ হওয়ার জন্য,অহংকারী বা শুধুমাত্র ভাল চাকরী করার জন্য নয় অথবা একটি বিশেষ সম্প্রদায়ের একজন যেমন হিন্দু,মুসলিম বা বৌদ্ধ হওয়ার জন্য নয়। ছোট বেলায় যখন কোন শ্রদ্ধেয় ব্যাক্তি কাউকে আশির্বাদ করতেন তখন তিনি বলতেন- ’বাবা মানুষ হও’। কেউ কিন্তু বলতেন না তুমি একজন ভাল হিন্দু বা মুসলিম হও। কিন্তু আমরা যত বড় হচ্ছি ততই বড় বড় হিন্দু বা মুসলিম হচ্ছি। আমি দেখেছি বেশিরভাগ হিন্দুরাই পূর্বে যারা সেক্যুলার ছিল আজ কালের তান্ডবে পিষ্ট হয়ে দিনে দিনে তারা অসাম্প্রদায়িক হয়ে উঠছে; এর কারন হচ্ছে এদেশের সংখ্যগুরুরা হিন্দুদেরকে এতটাই জামাই আদর করছে যে তারা যথেষ্ট পরিমান অসাম্প্রদায়িক হতে পারছে না। আমি নিজেও একজন সেক্যুলার ছিলাম, এ দেশকে নিজের মনে করতাম কিন্তু এখন আর সেরকম মনে করি না,কারণ আমি জানি যখন তখন আমাকেও চলে যেতে হতে  পারে। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার ঘটনায় আমাদের হৃদয় ডুকরে কেঁদে ওঠে কিন্তু এদেশে হিন্দু বা সাঁওতাল পল্লীতে হামলা হলে আমরা প্রতিবাদের ভাষা ভূলে যায়। রোহিঙ্গা বা এদেশের হিন্দু বা সাঁওতালদের মধ্যে বস্তুত কোন পার্থক্য আছে কি? আজ মিয়ানমারে যারা সংখ্যালঘু এদেশে তারা সংখ্যাগুরুর আসনে অধিষ্ঠিত,এদেশে যারা লঘু সীমান্ত পেরোলেই তারা গুরু। তাই বলব মানুষকে শুধু মানুষ হিসেবেই বিবেচনা করা উচিত,অন্য কোনভাবে নয়। একজন মানুষ হিসেবে মানুষের উচিত অন্য অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো। বিবেককে ধর্মের বেড়াজালে আঁটকিয়ে রাখা ঠিক নয়। একজন প্রোগ্রেসিভ মানুষ হওয়ার জন্য ধর্ম গ্রন্থ পড়ার খুব বেশি প্রয়োজন হয় না কারন মানুষ হওয়ার জন্য পৃথিবীতে আরও অনেক বই আছে যেগুলো আসলে খুবই ফলপ্রসূ। যেমন-ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ,পি,জে আব্দুল কালামের ’মাই জার্নি’ বইটা পড়তে পারেন, আমি মনে করি এটি আপনাকে ভাল একজন মানুষ হতে সহায়তা করবে। এতো আমি একটি বইয়ের কথা উল্লেখ করলাম এরকম হাজার হজার ভাল গ্রন্থ আছে যেগুলো আসলেই অন্য যেকোন ধর্মীয় গ্রন্থের চেয়ে অনেক ভাল। আপনি যত বেশি বেশি ধর্ম গ্রন্থ পড়বেন বা চর্চা করবেন আপনি তত বেশি বেশি সাম্প্রদায়িক অথবা অমানুষ হবেন। শুধু মাত্র ঐ বিশেষ গ্রন্থ নিয়ে পড়ে থাকলে আপনি শুধু একজন হিন্দু বা মুসলিম অথবা বৌদ্ধ ও খ্রিষ্টান হবেন,মানুষ হতে পারবেন না। পৃথিবী থেকে যখন বিদায় নেবেন তখন মানুষ হিসেবে নয়,বিদায় নেবেন ঐ লেবেলটা নিয়ে। রবীন্দ্রনাথ বলেছিলেন-’সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি’। রবীন্দ্রনাথের উক্তিটি আজও নির্বাক সত্য। এই বাস্তবতা থেকে আমরা আজও বের হতে পারিনি, জানিনা ভবিষ্যতেও পারব কিনা!

No comments:

Post a Comment